নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা

৬ জানুয়ারি, ২০২২ ১৩:১০  
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের উদ্যোগে এই কর্মশালা হয়। তিন দিনব্যাপী কর্মশালাটি বুধবার (৫ জানুয়ারি) শেষ হয়। বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলা কর্মশালায় মাইক্রোসফট ওয়ার্ড শেখানো হয়, যা শিক্ষাজীবনসহ চাকরির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আজিজুর রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বর্তমান যুগে আইসিটির কোনো বিকল্প নেই। আইটি সেক্টরে যে যত পারদর্শী, সে তত এগিয়ে থাকবে। আগামী বিশ্বে টিকে থাকতে কম্পিউটার শেখার বিকল্প নেই।’